অধ্যাপক ডা. মাহতাব উদ্দিন হাসান স্যারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও মেরিন সিটি মেডিকেল কলেজের প্রয়াত অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহতাব উদ্দিন হাসান স্যারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেরিন সিটি মেডিকেল কলেজের শিক্ষক সমিতির উদ্যেগে আজ ১৩ই নভেম্বর রোজ মঙ্গলবার মেরিন সিটি মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এক স্মরনসভা ও দোয়ামাহফিলের আয়োজন করা হয়। স্মরনসভায় সভাপতিত্ব করেন মেরিন সিটি মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা: কামরুন নেসা রুনা ম্যাডাম।

স্মরনসভার শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও তর্জমা করেন ফিজিকাল মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডাঃ আশরাফ। স্মরনসভায় বক্তারা মাহতাব স্যারের বর্ণাঢ্য শিক্ষা ও কর্মজীবনের উপর আলোকপাত করেন।শিক্ষকদের পক্ষ হতে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সেক্রেটারি সহযোগী অধ্যাপক ডা: শাহাবুদ্দিন ,বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ নাজিবুন্নাহার, নেফ্রোলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ প্রদীপ কুমার দত্ত স্যার,

সার্জারী বিভাগের অধ্যাপক ডা. নজরুল ইসলাম,গাইনী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শামীমা সিদ্দিকা রোজী, শিশুরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ বাসনা মুহুরী, এনাটমীর অধ্যাপক ডাঃ শায়খুল ইসলাম স্যার এনেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মামুনুর রহমান ও মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসাপাতালের পরিচালক ডা: মোহাম্মদ শরীফ স্যার।

স্যারের স্মরনে দোয়া মাহফিল পরিচালনা করেন ফিজিকাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: মাহফুজুর রহমান। স্মরনসভাটি সন্চালনা করেন কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ এরশাদুল হক। উক্ত স্মরণসভায় ছাত্র ছাত্রী, শিক্ষক, চিকিতসক ও কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।