তারুণ্যের উৎসব ২০২৫ – মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নির্দেশিত “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে ২৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যালারি ওয়ান-এ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উৎসবে বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীগণ গান, নাচ, কবিতা আবৃত্তি সহ নানা পরিবেশনার মাধ্যমে তারুণ্যের শক্তি ও সৃজনশীলতাকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, প্রিন্সিপাল এবং হাসপাতালের ডিরেক্টর মহোদয়।
সাংস্কৃতিক পরিবেশনার প্রতিটি পর্ব সঞ্চালনা করেন কলেজের ছাত্রছাত্রীগণ ও অধ্যাপকবৃন্দ, যা অনুষ্ঠানকে করেছে আরও সমৃদ্ধ ও সুশৃঙ্খল।
সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সঞ্চালকদেরও সম্মাননা প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে হাসপাতালের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, ম্যানেজমেন্টের সম্মানিত ডিরেক্টর এবং কলেজ প্রিন্সিপাল উপস্থিত থেকে উৎসবকে আরও সফল ও অর্থবহ করে তোলেন।
চারদিনব্যাপী এই আয়োজন তারুণ্যের প্রতিভা বিকাশের পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানকে আরও একতাবদ্ধ করেছে এবং সবার মাঝে একটি অনুপ্রেরণার সঞ্চার করেছে।
সবাইকে ধন্যবাদ জানাই আন্তরিক অংশগ্রহণ এবং সমর্থনের জন্য।


























