
Dr. Panchanan Acharjee | Associate Professor, Department of Psychiatry |
Dr. Mukul Chandra Nath | Assistant Professor, Department of Psychiatry |
সবাইকে স্বাগতম ‘মনোরোগবিদ্যা বিভাগ, মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম’- এ।
2022 ইং সনে স্থাপিত এই বিভাগটি বৃহত্তর চট্টগ্রাম বিভাগের মানসিক স্বাস্থ্য সেবার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।বর্তমানে এটি হাসপাতালের বহির্বিভাগ 13 নং অবস্থিত। গড়ে প্রতিদিন 20 এর বেশী রোগী বহির্বিভাগে চিকিৎসা নেন।
সেবা সমূহ –
1) মেডিক্যাল শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট কাউন্সেলিং সেন্টার।
৪) সপ্তাহে পাঁচদিন এখানে বিশেষায়িত ক্লিনিক পরিচালিত হয় সকাল ১১টা থেকে ১টা। প্রতি শনিবার কাউন্সেলিং ও রিলাক্সেশন ক্লিনিক, রবিবার মনোযৌনরোগের চিকিৎসায় আছে সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক, সোমবার মাদকাসক্তি ক্লিনিক, মঙ্গলবার শিশু ও কিশোর ক্লিনিক, এবং বুধবার ওসিডি ক্লিনিক।
কিভাবে চিকিতসা নিবেনঃ
বহির্বিভাগঃ প্রতিদিন (শুক্রবার ও সরকারী বন্ধের দিন ব্যতীত) সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে টিকেট কাউন্টার থেকে 300 টাকা দিয়ে টিকেট কাউন্টার থেকে একটি টিকেট নিয়ে বহির্বিভাগে চিকিৎসা নেয়া যাবে।
চিকিৎসা প্রদানের পাশাপাশি এখানে নিয়মিত মেডিকেল কলেজ, নার্সিং কলেজ এর শিক্ষা কর্মকান্ড চলমান, এছাড়াও নিয়মিত গবেষণা কর্মকান্ড এবং প্রশাসনিক কর্মকান্ডও চলমান।
মানসিক স্বাস্থ্য সম্পর্কে নতুন নতুন তথ্য বিস্তারিত জানতে এই পেইজে যুক্ত থাকুন।




