জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান এবং মেরিন সিটি মেডিকেল কলেজের গ্যালারীতে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ইফতেখার উদ্দিন চৌধুরী, সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মূখ্যআলোচক ছিলেন ডা. মোহাম্মদ শরীফ, উপদেষ্টা ও পরিচালক, এমসিএমসিএইচ এবং সাবেক সাধারন সম্পাদক, বিএমএ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুল হক খান, সভাপতি, বিএমএ চট্টগ্রাম, উপদেষ্টা ও পরিচালক এবং বিভাগীয় প্রধান, নাক কান ও গলা বিভাগ, এমসিএমসিএইচ এবং অধ্যাপক ডা. কামরুন নেসা রুনা, উপাধ্যক্ষ ও বিভাগীয় প্রধান, অবস. এন্ড গাইনী বিভাগ, এমসিএমসিএইচ সহ অন্যান্য গণ্যমান্য চিকিৎসকবৃন্দ। প্রধান অতিথি বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে বিশদ আলোচনা করেন এবং তিনি বলেন বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ভবিষ্যৎ দেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসতে হবে। ডা. মোহাম্মদ শরীফ তাহার বক্তব্যে নতুন প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ গড়ার দিক নির্দেশনা দেন। সভার আলোচনার পরবর্তীতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সুযত পাল, বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ।