রিজিওনাল এনাটমি অলিম্পিয়াড ২০২৪

হেলথ স্কুল ও এপিক হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে দেশে প্রথম বারের মত আয়োজিত রিজিওনাল এনাটমি অলিম্পিয়াডের বাছাই পর্ব। তুমুল এ প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে সেরা পাঁচজন । আয়োজনে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল, এনাটমি ও অন্যান্য বিভাগের বিভাগের প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, লেকচারার ও এপিক হেলথ কেয়ারের অলিম্পিয়াড আয়োজক কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত ১৪টি মেডিকেল কলেজের প্রায় সাড়ে চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চট্টগ্রামে শুরু হয়েছে ১ম রিজিওনাল এনাটমি অলিম্পিয়াড ২০২৪। প্রথম পর্যায়ে ১৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি মেডিকেলে চলছে বাছাই পর্ব। পরবর্তীতে ১৪টি মেডিকেল কলেজ থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।